রাজবাড়ীর পাংশায় ২১৫ পিস ইয়াবা সহ রিপন মন্ডল (৩৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার উপজেলার মাছপাড়া নওপাড়া পাগলের বটতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। রিপন পাংশা পৌর শহরের মৈত্রডাঙ্গী এলাকার মৃত আছমত আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। রিপনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাংশা থানা পুলিশ মঙ্গলবার গোপালপুর ও কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক অভিযান চালিয়ে দুই চোরকে আটক করেন। এসময় তাদের হেফাজতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ফোন, ভিডিও রেকর্ডার ও টিভি সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন গোপালপুর এলাকার শওকত আলীর ছেলে আরমান মন্ডল (২২) এবং কুষ্টিয়া কুমারখালী বাটিকামারা এলাকার ছাত্তারের ছেলে শামিম (৩৫)। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari