রাতে তিল ও পাট ক্ষেত নষ্ট করার পর এবার বসতবাড়ীতে মলত্যাগের ঘটনা ঘটেছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা গ্রামে ৯ দিন ধরে ক্ষেতের ফসল নষ্ট করছে দূবৃত্তরা। এতে করে ৫টি পরিবারের ২ একর জমির তিল ও পাট ক্ষতি হয়েছে । এদিকে দুষ্ঠচক্রের রোষে ভ’মিহীন বর্গাচাষী নিখিল কর্মকার আরও নিষ¦ হয়ে পড়েছে। তার পরিবারেকান্নার ঝড় উঠেছে।
ভুক্তভোগী বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অদ্বৈত মন্ডল জানান, ৫ মে রাত হতে কে বা কারা রাতের আধারে আমার ৬০ শতাংশ তিল ও ৩০ শতাংশ পাট, নিখিল কর্মকারের ৩০ শতাংশ পাট ও ১২ শতাংশ তিল, অসীম সিং ১০ শতাংশ তিল, চৈতন্য মন্ডলের ৪০ শতাংশ তিল ও ১২ শতাংশ পাট, পরিমল মন্ডলের ২৬ শতাংশ তিল কেটে নষ্ট করেছে । রবিবার রাতে চৈতন্য মন্ডলের ভাইয়ের নির্মাধীন ঘরে মলত্যাগ করে বাঢ়ীতে বসবাসের অনুপযোগী করে তুলেছে। এ ব্যাপারে প্রহ্লাদ মন্ডলের ছেলে চৈতন্য মন্ডল বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসূ জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। একদিকে পাহাড়ার ব্যবস্থা করলে অন্য দিকে কেটে নষ্ট করছে। কোনভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না।
থানার এস আই রাজিবুল ইসলাম জানাস, গ্রামে সামাজিক বিরোধের কারনে একটি দূবৃত্ত চক্র এ ঘটনা ঘটাচ্ছে। আশাকরি দ্রুত অপরাধিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari