রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার “বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম সহীদ নূর আকবর, রাজবাড়ী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ প্রশিক্ষক হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন।
পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় “বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন” শীর্ষক দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ পর্যায়ে ১৫টি পরিবারের ৩০জনের একটি ব্যাচ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছে বলে জানান তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari