অত্যন্ত আনন্দ-উৎসাহ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মাধ্যমে রাজবাড়ীর গোয়ালন্দে রবিবার সন্ধ্যা ৬ টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়া শ্রী কৃষ্ণ সেবা সংঘ মঠ মন্দির শ্রীঅঙ্গনে আলোচনা সভা ও সভা শেষে সন্ধ্যা ৬ টার দিকে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী সহশ্রাধিক ধর্মপ্রাণ নারী ও পুরুষ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে খালি পায়ে হেঁটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।
রথ যাত্রাটি মহাসড়কের পদ্মার পৌর হয়ে গোয়লন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ধর্মীয় সঙ্গীত, শ্রী শ্রী ভগবত গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রা অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি দ্বিজেন সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ সভাপতি মো. সিদ্দিক মিয়া প্রমুখসহ ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সহশ্রাধিক সনাতন ধর্মানুলম্বী ও ভক্তবৃন্দ। আগামী ১৬ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথকে মঠ মন্দিরে প্রতিস্থাপনের মাধ্যমে সমাপ্তি হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari