রাজবাড়ীতে শব্দ দূষণ নিয়ন্ত্রনে সমন্বিত অংশিদারিত্বমূলক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পেশাজীবিদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুর রহমান শেক, রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, এনএস আই ডিডি শরিফুল ইসলাম প্রমূখ।এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় শব্দের দূষণ রোধে করণীয় বিষয়ে ও ক্ষতিকারক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari