রাজবাড়ীর পাংশা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে। এসময় ১০৬ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাংশা নারায়নপুর ও বাবুপাড়া সম্ভুরকান্দিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, থানা পুলিশ দল মঙ্গলবার পাংশার বাবুপাড়া ইউপির সম্ভুরকান্দি এলাকা হতে ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মো. সোহেল শেখ (২৪) পিতা মৃত হান্নান ওরফে হানু শেখ ও মো. ইকবাল হোসেন (৪২) পিতা গোলাম মোস্তফা শেখ উভয় সাং হাজরাপাড়া থানা পাংশাকে গ্রেফতার করে। অপর দিকে বুধবার পাংশা নারায়নপুর এলাকা হতে অজীত দাসের ছেলে চন্দন দাস (৩৮) কে ২৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এছাড়া পাংশা মডেল থানার এএসআই রিপন খান পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আশরাফুল শেখ পিতা মৃত জালাল শেখ সাং কুঠি মালিয়াট থানা পাংশা জেলা রাজবাড়ীকে গ্রেফতার করেন। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari