রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে। ২৭ জুন বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু টুর্নামেন্টে স্বাবলম্বী ইসলামপুর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন এবং চরাড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ বিজয়ী হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টে শামুকখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, খোদেজা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari