জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে অভিযান চালিয়ে দুইজনকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, শনিবার সদর উপজেলার জৌকুড়া ঘাট থেকে গোদারবাজার ঘাট পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে 'মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৪ মোতাবেক ৩০০০ (তিন হাজার) টাকা করে মোট ৬০০০ (ছয় হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মুচলেকা গ্রহণ করা হয়। এছাড়া ৪ (চার) জনকে সতর্ক করা হয়। অভিযানে জব্দ করা প্রায় পনের হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়।
অভিযানকালে রাজবাড়ী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও মোহা. জাহাঙ্গীর আলম বাবু উপস্থিত ছিলেন।
প্রসিকিউটর হিসেবে সহায়তা করেন মো. মোস্তফা আল রাজীব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, রাজবাড়ী সদর, রাজবাড়ী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari