রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৯ জন আসামীকে গ্রেফতার করেছে। বুধবার পাংশার বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
পাংশা থানা সূত্রে জানা যায়, এসআই তারিকুল ইসলাম, এসআই সেলিম হোসেন, এসআই মাহাবুর রহমান মামুন, এসআই আকরাম হোসেন, এএসআই রিপন খান। এএসআই শহিদুল ইসলাম, এএসআইনশফিকুল ইসলাম, এএসআই মুরাদ হোসেন, এএসআই মাহবুব মোর্শেদ এবং এএসআই সুমন চন্দ্র দাস সহ পাংশা থানা পুলিশ দল এ গ্রেফতার অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃতরা হলো সাগর শেখ, পিতা দারোগ আলী শেখ গ্রাম সত্যজিতপুর, আলম শেখ পিতা নজর আলী শেখ, চম্পা বেগম স্বামী আলম শেখ, সোহেল শেখ পিতা আলম শেখ সমসপুর মধ্যপাড়া। আব্দুল্লাহ হেল মৃক্তাদী পিতা আজগর আলী নাচনা মুরাদপুর, ইয়াসমিন স্বামী আসলাম খলিল গ্রাম সমশপুর, ঝর্না বেগম স্বামী মজনু, রবিউল শেখ পিতা কোরবান শেখ উভয় গ্রাম বহলাডাঙ্গা ও লিটন মন্ডল পিতা ইকবাল মন্ডল গ্রাম নারায়নপুর সর্ব থানা পাংশা। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari