পাংশা পৌর শহরের কুড়াপাড়া গ্রামে আদালতের জারী করা ১৪৪ ধারা ভঙ্গ করে ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইসমাঈল মিয়া ওরফে ইসলাম হোসেন। মো. নুরন্নবী নামে এক ব্যক্তি এ কাজ করেছে বলে জানান তিনি।
জানা যায়, এ বিষয়ে পাংশা মডেল থানার এ এস আই মো. লিখন মিয়া গত ২৪ মে ও ১২ জুন ২০২৪ ইং তারিখে পৃথক দু’টি নোটিশও জারি করেছেন। কিন্তু তারপরও নির্মান কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে ইসলাম হোসেন বলেন, আমার জমিতে নুরন্নবী ভবন নির্মান শুরু করলে আমি আদালত থেকে ১৪৪ ধারা জারি করাই। কিন্তু তিনি ১৪৪ ধারা ভঙ্গ করে ভবন নির্মান কাজ চালিয়েই যাচ্ছেন।
ঘটনা সম্পর্কে অভিযুক্ত নুরন্নবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করছি। তাছাড়া ১৪৪ ধারা জারিকৃত জমিতেও আমি ভবন নির্মান করছি না।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari