রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার বিকেলে নিজ বাড়ীতে নেতাকর্মীদের সাথে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মো. সুজাউদ্দিন মৃধা।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তিনি মাছপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ করার ক্ষিপ্ত হয়ে ওঠে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলে। এ কারণে রবিবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে মাছপাড়া বাজারে পৌছালে উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এবং তার ছেলে শিশিল তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে বিভিন্ন অস্ত্র-সস্ত্র নিয়ে আর্তকিত হামলা চালায়। এসময় মাছপাড়া বাজারে আমার সমর্থিত লোকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করাসহ নগদ অর্থ ও মালামাল লুটপাট করে নিয়ে যায়।
সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মৃধা, ঢাকা দক্ষিণ সিটির শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আজু মন্ডল, সবুর মন্ডল, মকবুল হোসেন, ছরোয়ার হোসেন, বেনজির আহম্মেদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।
এবিষয়ে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে মাছপাড়া বাজারে আমার নেতাকর্মীদের ঠেকিয়ে বলে তোরা গালিগালাজ করলি কেন। পরে তাদের উপর হামলা চালায়। এসময় পাল্টা হামলা চালালে তারা পিছু হটে এবং দোকান ভাংচুর করে আমাদের দোষারোপ করছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari