রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামে বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক আহত হয়েছেন। তিনি একই গ্রামের আক্কেল বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিষধর সাপটি তার ডান হাতের কব্জিতে দংশন করেছে বলে জানা গেছে।
আহত কৃষক মধু বিশ্বাস বলেন, সকালে তিনি চরে বাদাম তুলতে যান। বাদাম তোলার সময় একটি সাপ তাকে দংশন করে। সাথে সাথে সাপটি মেরে ব্যাগে ভরে পাংশা হাসপাতালে যান। সেখানে তাকে ইনজেকশন দেওয়া হয়।
মধু বিশ্বাসের সাথে থাকা আরেক কৃষক মোস্তফা কামাল জানান, তারা কয়েকজন সকাল থেকে চরে বাদাম তুলছিলেন। হঠাৎ মধু বলে উঠে তাকে সাপে কামড় দিয়েছে। তিনি দেখতে পান সাপটি কামড় দিয়ে হাতে ঝুলে আছে। তাদের সাথে থাকা আরেকজন সাপটিকে কাচি দিয়ে আঘাত করে মেরে ফেলে। হাসপাতালে আনার পর জানতে পারেন এটি রাসেল ভাইপার সাপ।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন তিথি জানান, সকালে যে কৃষক সাপের কামড়ে হাসপাতালে এসেছিল তাকে রাসেল ভাইপার কামড়ে ছিল এটা নিশ্চিত হয়েছি। ওই রোগীকে অ্যন্টিভেনম দেওয়া হয়েছে। এখনই আশঙ্কা মুক্ত কিনা সেটা বলা যাচ্ছে না। আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari