পদ্মার মানষকন্যা শাখানদী বারাশিয়া। নদীর উৎস স্থল রাজবাড়ী জেলার কালুকালী উপজেলায় চর আফড়া গ্রামে পদ্মা নদী হতে চন্দনা নামে কালুখালী-বালিয়াকান্দি-ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বোয়ালমারী উপজেলা হতে বারাশিয়া নামে মধুমতিতে মিলিত হয়েছে। নদীটি একাধিকবার খনন করা হলেও একটি গোষ্ঠীর আর্থিক উন্নয়ন ছাড়া কোন কাজে আসছে না। আষাঢ়ের ৬ দিন অতিবাহিত হলেও পানিশূন্যতা রয়েছে। হুমকীর মুখে রয়েছে প্রানিকূল।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari