গোয়ালন্দে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার হিসাবে ৫০ জন প্রতিবন্ধীকে নগদ ২৫ হাজার টাকা ঈদ উপহার হিসাবে বিতরণ করেছেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন।
রোববার বিকেলে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে ঈদ উপহার হিসাবে এ নগদ টাকা তুলে দেয়া হয়।
হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইন নিজে উপস্থিত থেকে প্রতিবন্ধী উন্নয়নের সভাপতি মো. রতন শেখের হাতে তুলে দেন।
এসময় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল ইসলাম, নির্বাহী মেজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসাইন বলেন, প্রতিবন্ধীরা আমাদের খুবই আপনজন। আমি দৌলতদিয়ার সন্তান আর দৌলতদিয়াবাসী সবাই আমার আপনজন। আজ প্রতিবন্ধী ভাই ও বোনদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ঝাড়ু তৈরির যে উদ্যোগ নিয়েছে এজন্য আমি প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের ঝাড়ু তৈরির কাজকে সামনে এগিয়ে নেয়ার জন্য সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari