পাংশায় হাঁস মারাকে কেন্দ্র করে ২ জনকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। একই সাথে ৭ টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটছে। বুধবার উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাংলাট গ্রামের নায়েব শিকদার ও আজিজ শিকদার। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়েছে।
আজিজ শিকারের পরিবারের লোকজন জানান, বুধবার রাত ৮ টার দিকে দুর্বৃত্তরা তাকে ও নায়েব আলী শিকদারকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ওই দুর্বত্তরা বাংলাট গ্রামে ৫ টি বাড়িতে হামলা চালায় ভাংচুর করে।
অভিযুক্ত তরুন কাজী বলেন, এ ঘটনার সাথে আমি যুক্ত না। তরুন কাজীর সহযোগীরা বলেন, ওরা আমাদের বাড়ি ঘর চাংচুর করে নিজেদের ঘর নিজেরাই ভাংচুর করেছে।
এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দির্ঘদিন ধরে দলীয় ও সামাজিক বিরোধ এবং জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari