রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে শনিবার স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন পাংশা ও বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষনা পরিষদ এর বাস্তবায়নে এ প্রদর্শনীতে ১২ টি ষ্টল অংশগ্রহন করেন। প্রধান অতিথি হিসেবে এ সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মো. জিল্লুল হাকিম এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মো. মাসুদুর রহমান রুবেল, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, মৎস্য অফিসার সাইদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ডিপিপির নির্বাহী পরিচালক খান মো: নকিব, ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari