মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সদস্যরা মঙ্গলবার রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া এলাকা থেকে ১৭০ পিচ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো একই ইউনিয়নের সুজানগর পূর্বপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে আলামিন মন্ডল ও রঘুনাথপুর পশ্চিমাপাড়ার ছয়ফল মন্ডলের ছেলে জসিম মন্ডল।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবুপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইয়াবাসহ হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। এরা পেশাদার মাদক ব্যবসায়ী। এব্যাপারে গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে পাংশা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari