রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় রবিবার বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আলোচনা সভার আয়োজন করে।
দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার। অন্যান্য অতিথিদের মধ্যে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ ও সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari