পাংশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৬ জনসহ ৮ আসামী গ্রেফতার হয়েছে। তারা হলো প্রতারণা মামলার আসামী ফাাংক হোসেন (৫০) পিতা মৃত লাল মোহাম্মদ মন্ডল সাং হাবাসপুর থানা পাংশা জেলা রাজবাড়ী, শাহজাহান আলী(৫৮) পিতা গোলাম মোস্তফা সাং পায়রাডাংগা হরিণাকুন্ডু জেলা ঝিনাইদহ, পরোয়ানাভুক্ত আসামী মোহন প্রামানিক পিতা মৃত মনছের আলী প্রামানিক সাং মেঘনা খামার পাড়া, রোজিয়া বেগম স্বামী কফিল উদ্দিন সাং ভট্টাচার্য্যপাড়া, মার্জিনা খাতুন পিতা আলাদী প্রামানিক ভুরকুলিয়া, মুক্তার খা (৫০) পিতা মৃত তেছম খা সাং- রঘুনাথপুর, হাফিজুর রহমান পিতা মৃত বিষু প্রামানিক সাং চর দুর্লবদিয়া এবং হাফিজুর রহমান পিতা মৃত বিষু প্রামানিক সাং চর দুর্লবদিয়া, পাংশা, জেলা রাজবাড়ী।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আসামিদের আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari