পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম বুড়ো (মোটরসাইকেল) ৫৪ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ফরিদ হাসান ওদুদ (আনারস) পেয়েছেন ৩৫ হাজার ৯৪২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা সাইফুল মোর্শেদ রিংকু। তিনি পেয়েছেন ২৬ হাজার ৪৩৫। তার নিকটতম প্রতিদ্বন্ধি টিউবয়েল প্রতীকের রফিকুর ইসলাম পেয়েছেন ২১ হাজার ৭২০ ভোট। অপর তিন প্রার্থীর মধ্যে ওবায়দুল হক (চশমা) পেয়েছেন ১৩ হাজার ৯৯১ ভোট, হোসেন আলী সরদার (টিয়া পাখি) পেয়েছেন ১৬ হাজার ৭৪৭ ভোট। বর্তমান ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন পেয়েছেন ৯ হাজার ৩৭০ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান পদে দিলরুবা পারভীন ইতি ফুটবল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। পেয়েছেন ৪৭ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাঁস প্রতীকের আসমা খাতুন পেয়েছেন ২৬ হাজার ১২৭ ভোট এবং অপর প্রার্থী কলস প্রতীকের সাবরিন পারভীন পেয়েছেন ১৩ হাজার ৩৪৩ ভোট।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari