স্কুল ছাত্রীর ভুয়া জন্ম সনদ বানিয়ে বিয়ে দেওয়ার অপরাধে কনের পিতা সামাদ মন্ডলকে ৬মাসের কারাদন্ড ও বর শাওন সেখ (২৪) কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. হাসিবুল হাসান। ৩ মে বিকেলে এ আদালত পরিচালনা করেন।
শুক্রবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলাম ইউনিয়নের সারুটিয়া গ্রামের চাঁদ আলীর ছেলে শাওন সেখ(২৪) এর সাথে একই উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামের সামাদ মন্ডল এর সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রীর জন্ম নিবন্ধনে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বয়স বাড়িয়ে বিয়ের কাজ সম্পন্ন করে। এমন সময় ভ্রাম্যমান আদালতের বিচারক কনের বাড়িতে উপস্থিত হয়। ঘটনার সত্যতা পেয়ে কনের পিতাকে ৬ মাসের কারাদন্ড ও বরের ১০ হাজার টাকা জড়িমানা করে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari