রাজবাড়ীর পাংশায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার বালিয়াপাড়ায় এঘটনা ঘটে।
গান্ধীমারা হাইওয়ে থানার এসআই একেএম হাসানুজ্জামান জানান, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী লোকাল বাস বালিয়াপাড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চালকসহ ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। দুর্ঘটনার জন্য বাসটিই দায়ী। বাসের চালক পলাতক রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari