বালিয়াকান্দিতে কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাহুল গ্রামে ২০২৩-২০২৪ অর্থ বছরে মসলার উন্নত জাত (পেঁয়াজ) ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ গোলাম রসুল, অতিরিক্ত কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার শেখ আমিনুল ইসলাম (রন্জু) উপ-সহকারী কৃষি অফিসার মাসুমা আক্তার প্রমুখ। উপ-সহকারী কৃষি অফিসার আল ইমরান পরিচালনায় স্থানীয় শতাধীক কৃষক-কৃষাণী, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার আকরাম হোসেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari