পাংশায় পদ্মা নদী থেকে মসলেম উদ্দিন প্রামানিক (৫০) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বাহাদুরপুর সেনগ্রাম ঘাট এলাকার পদ্মা নদীর কোল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মসলেম ওই এলাকার কিয়ামত প্রামানিকের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় মসলেম। অনেক খোজাখুজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে পরিবার ও স্থানীয়দের সহায়তায় রবিবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর কোল (শাখা নদী) থেকে মসলেম প্রামানিকের মরদেহ উদ্ধার করে পাংশা ফায়ার সার্ভিস।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari