শনি ও রবিবার অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ী সহ চারজনকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। এ সময় একটি গাঁজার গাছ ও ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাংশা থানা সূত্রে জানা যায়, রবিবার একটি গাঁজার গাছ সহ পাট্টা বিলজোনা এলাকার রবেন কুমার বিশ্বাসের ছেলে নির্মল কুমার বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
শনিবার রুপিয়াট দত্তের হাট এলাকা থেকে ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাছিম মন্ডলের ছেলে রাজ্জাক মন্ডলকে গ্রেফতার করা হয়। এছাড়াও অন্যান্য মামলায় আরও দুই আসামীকে আটক করে পুলিশ। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari