রাজবাড়ী জেলা সদরের পদ্মা নদী সংলগ্ন ইউকে বা ‘উড়াকান্দা বিচ’ ও গোদার বাজার এলাকায় ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে এসেছেন হাজার হাজার ভ্রমণ পিপাসু দর্শনার্থী। কর্মময় জীবনের অবসরে খানিকটা আনন্দ উপভোগে ঈদে ঘরে ফেরা মানুষের প্রশান্তি ও আনন্দে মেতে উঠতে পদ্মার প্রাকৃতিক পরিবেশে একাত্ব হয়েছেন। নদীতে পানির ঢেউয়ের তালে প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগে কেউ উঠছেন নৌকায়, স্পিড বোট ও ট্রলারে। আবার অনেকেই দেখা গেছে নাগোর দোলা, চরকী সহ নানা ধরনের বাহনে চড়তে। স্মৃতি ধরে রাখতে তুলছেন সেলফি ও ছবি।
রাজবাড়ীতে তেমন কোন দর্শনীয় পর্যটন এলাকা না থাকায় পদ্মা নদীর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হাজার হাজার মানুষের সমাগম হয়। তবে গত দুই বছর করোনার কারনে জন সমামগ নিষিদ্ধ থাকলেও এবার ঈদে পদ্মার প্রাকৃতিক দৃশ্য দেখতে উড়াকান্দা বীচ ও গোদার বাজার এলাকায় হাজার হাজার মানুষের সমাগম হয়। খানিকটা মানষিক প্রশান্তি পেতে পদ্মা নদীর এ স্থানে আসছেন মানুষ।কেউ কেউ ক্যামেরায় বন্দি করছেন,আবার কেউ তুলছেন সেলফি। স্পিডবোট, ইঞ্জিন চালিত নৌকা ও ট্রলারে নদীর পরিবেশ উপভোগ করেতে ঘুরে বেরাচ্ছেন পরিবারের ছোট বড় ও বাচ্চাদের নিয়ে। এ স্থানে ফুসকা, চটপটি সহ নানা ধরনের দোকান বসেছে। হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত ও মেলায় পরিনত হয়েছে পুরো পদ্মার বিচ এলাকা।
সাধারণ দর্শনার্থীরা বলেন, করোনার কারণে বেশ কিছুদিন আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হলেও এবার কোন বিধি নিষেধ না থাকায় ঘরতে এসেছেন পদ্মার প্রাকৃতিক দৃশ্য দেখতে।তারা ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার ও বাচ্চাদের নিয়ে ঘরতে এসেছেন। বিশেষ করে পদ্মার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে তারা ভিড় জমিয়েছেন এ স্থানে। বিভিন্ন বাহনে চড়ে উপভোগ করছেন বিচের সৌন্দর্য। হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়েছে বিচের এই পুরো এলাকা। সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত থাকে মানুষের ভিড়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari