সমাজসেবায় বিশেষ অবদানের জন্য "সোশ্যাল পার্সোনালিটি শাইনিং অ্যাওয়ার্ড-২০২৪ (সম্মাননা স্মারক) পেয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ' নামক একটি সংগঠন সারা দেশ হতে বাছাইকৃত ৪০ জন ইউপি চেয়ারম্যানকে ঢাকা জাতীয় শিশু কল্যাণ মিলনায়তন হতে এ সম্মাননা স্মারক প্রদান করে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এ সম্মাননা আমার একার অর্জন নয়। এ অর্জন আমার ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari