পাংশা থানা পুলিশ মঙ্গল ও বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তিন আসামীকে গ্রেফতার করেছে। পাংশা থানা সূত্রে জানা যায়, থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমজারের নির্দেশনায় ১৬ ও ১৭ এপ্রিল উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন তামুলী দূর্গাপুর এলাকার মৃত খুদি মন্ডলের ছেলে নিয়মিত মামলার আসামী আব্দুল মন্ডল, কুমারখালী বেতবাড়ীয়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন এবং যশাই কাঞ্চনপুর এলাকার মান্নান প্রামানিকের ছেলে মামুন প্রামানিক (২১)। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari