রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহরে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে গোপাল বিশ্বাস (৩৫) নামে এক শ্রমিককে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের বাদল বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের বনগ্রাম এলাকায় শ^শুর বাড়ীর অদুরে গোপাল বিশ্বাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পাংশা ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখন পর্যন্ত গোপাল বিশ্বাসের অবস্থা আশস্কাজনক বলে জানিয়েছেন গোপাল বিশ্বাসের পরিবার।
কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছেন তা বলতে পারেনি গোপাল বিশ্বাসের পরিবার।
এ বিষয়ে পাংশা মডেল থানার ইন্সেপেক্টর (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপাল বিশ্বাস এর ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে তৎপর রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari