রাজবাড়ীর পাংশায় ঈদ উপলক্ষে বাজার কমিটি নেতৃবৃন্দ, গরু ব্যবসায়ী এবং মাংস ব্যবসায়ীদের সাথে মতবিনয় সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা মডেল থানার আয়োজনে শনিবার থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী। পাংশা থানা ওসি (তদন্ত) রাশিদুল ইসলাম। সভাপতিত্ব করেন পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার চুরি ছিনতাই চাঁদাবাজি রোধে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রতিটি বাজারে সিসিটিভি ক্যামেরা লাগানোর উপর জোর দিয়ে সকল বাজার কমিটিকে নির্দেশনা দেন এবং মাদকসেবি, মাদক ব্যাবসায়ী, চোর ছিনতাইকারি, জুয়াড়িসহ কিশোর গ্যাং উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দেন। এসময় উপস্থিত ছিলেন মৌরাট, কলিমহর, কশবামাজাইল, বাবুপাড়া ও যশাই ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari