যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উৎযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, থানা পুলিশ, বালিয়াকান্দি সরকারি কলেজ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, উদীচী শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, খোদেজা বেগম, সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari