রাজবাড়ী পাংশার পারনারায়নপুর কায়সার মার্কেটের সব ক’টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একটি কোচিং সেন্টার সহ ৮ দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে।
পাংশা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রয়েল আহম্মেদ জানান, সোমবার রাত ২.৪০ মিনিটের দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শকসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এদিকে ওই মার্কেটে টেইলার্স, ফার্মেসী, কম্পিউটারের দোকান, মুদি দোকান, সেলুন, চায়ের দোকান, কোচিং সেন্টার সহ ৭/৮ টি ব্যাবসা প্রতিষ্ঠান ছিলো। এর মধ্যে একটি দোকানে পেট্রোলও বিক্রি করা হত বলে জানা যায়। এ অগ্নিকান্ডে ব্যাবসায়ীদের ১৫ থেকে ১৮ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari