রাজবাড়ীর পাংশায় ১১০ পিস ইয়াবা ও ২৫ পিস টাপেন্টাডল সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও অন্যান্য মামলায় আরও ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পাংশা থানা সূত্রে জানা যায়, মাছপাড়া ডন মোড় বাসষ্ট্যান্ড এলাকা থেকে মোমিন মৃধা (৩৬)কে ১১০ পিস ইয়াবা সহ আটক করা হয়। সে মাছপাড়া রামকোল বাহাদুরপুর এলাকার খয়বর মৃধার ছেলে। অপর এক অভিযানে বাবুপুড়া ইউনিয়নের ভুরকুলিয়া সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মুকুল বিশ্বাস (৪৫)কে আটক করা হয়। সে রুপিয়াট গ্রামের আলীমুদ্দিন বিশ্বাসের ছেলে। পাশাপাশি উপজেলার অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১ জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী, ২ জন নিয়মিত মামলা আসামী ও ০১ জন অন্যান্য মামলার আসামীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari