রাজবাড়ী জেলার পাংশা শহরে সাম্প্রতিক সময়ে চোরের উপদ্রব দেখা দিয়েছে। এপ্রিল মাসে বাসাবাড়ি ও দোকানপাটে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, পাংশা শহরের টেম্পু স্ট্যান্ডে পাংশা ইঞ্জিনিয়ারিং এর মালিক ইব্রাহিম বিশ্বাসের প্রায় দেড়শত কেজি ওজনের ২টি গ্রিল, পাংশা সাব রেজিস্ট্রি অফিসের পেছনে নির্মাণাধীন ৭তলা বিশিষ্ট বিল্ডিং থেকে কিছু রড ও ১টি সিলিং ফ্যানসহ কিছু জিনিসপত্র চুরি হয়েছে। পাশের জাহাঙ্গীর মেকানিক নামক ওয়ার্কশপের মালিক জাহাঙ্গীর হোসেনের ৪টি পুরাতন শাটার ও লোহার দুটি চেয়ার চুরি হয়েছে। সৈয়দ বায়তুল্লাহ নগরীর একটি ভবন থেকে মজিবর রহমান মিস্ত্রির ১টি কাটিং মেশিন, ২টি হাতুড়ি, ১টি শাপল, রড কাটার ব্লেডসহ কিছু বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে।
এছাড়া শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গুধিবাড়ী সদোর মোড়ের দক্ষিণে মাগুড়াডাঙ্গী এলাকায় একটি বাড়ীর নীচতলা থেকে টিউটর শিক্ষক কমলেশ চন্দ্র দাসের ১টি ফনিক্স বাই সাইকেল চুরি হয়েছে। অন্যান্য দিনের মতো নীচতলার গ্যারেজে বাই সাইকেলে দুটি বেড়তালা দিয়ে উপর তলায় প্রাইভেট পড়াতে যান তিনি। ঘন্টা দেড়েক পড়ে নীচে নেমে কমলেশ চন্দ্র দেখতে পান গ্যারেজে তার বাইকেলটি নেই। উল্লেখিত চুরির ঘটনা ছাড়াও পাংশার গ্রাম-শহরে চুরির ঘটনার তথ্য জানা গেছে। এসব চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তরা উদ্বেগ ও হতাশাজনক অভিমত ব্যক্ত করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari