রাজবাড়ীর পাংশা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা, ৭৫ পিস টাপেন্টাডল উদ্ধার সহ ৪ মাদক ব্যাবসায়ী ও অন্যান্য মামলায় ৩ আসামী সহ ৭ আসামীকে গ্রেফতার করেছে। মাদক ব্যাবসায়ীরা হলেন বাবুপাড়া ইউপির পাংশা চাঁদপুর গ্রামের ছাত্তার প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিক (৩২)। পাংশা পার নারায়নপুর এলাকার মৃত নরউত্তম কুমার হালদারের ছেলে অকিল কুমার হালদার (৪৯), মাগুড়াডাঙ্গী এলাকার মো: তোফাজ্জেল হোসেনের ছেলে মো. রাকিবুল ইসলাম সুমন (৩৮)। এবং বাহাদুরপুর এলাকা থেকে জয় কৃষ্ণপুর গ্রামের রিপন খাঁ এর ছেলে রাকিব খাঁ (২০)।
এছাড়াও নিয়মিত মামলার আসামী ঢেঁকিপাড়া গ্রামের আজিবর প্রামানিকের ছেলে সিরাজুল ইসলাম (৪০)। ফলিমারা গ্রামের মৃত হারুন মোল্লার ছেলে মহসিন মোল্লা (৪৫) ও নাদুরীয়া এলাকার ইসহাক আলীর ছেলে সাজা পরোয়ানাভুক্ত আসামী আবু সাঈদ বিশ্বাসকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari