বেলগাছি আদিবাসি পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষায় সহয়তা করতে কেকেএস এর উদ্যোগে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় আদিবাসি শিশুদের মাঝে স্কুল ব্যাগ সহ কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে শনিবার বেলা ১১ ঘটিকায় স্থানীয় বাসুদেবপুর গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে কেকেএস আদিবাসি শিশু বিদ্যালয়ের পরিচালনা কমিটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শরিফুর রহমান সোহান। আদিবাসি শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, একমাত্র শিক্ষাই পারে আপনার সন্তানের ভবিষ্যৎ বিকশিত করতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ইব্রাহিম মন্ডল ও ৫ নং ওয়ার্ডের সদস্য লুৎফর রহমান। কেকেএস প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, আদিবাসি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক ও স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari