‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হয়েছে নারী দিবস।
সকাল ১০টার দিকে নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, সঙ্গীতানুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পালসহ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari