
রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থী সৌরভের মৃত্যুতে পাংশা উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
উপজেলা পরিষদের ইউএনও'র কার্যালয়ে নিতহের বাবা আফজাল হোসেনের কাছে এ আর্থিক সহযোগিতা তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, সৌরভের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ২০,০০০ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়ছে।
গত ৫ মার্চ মমঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে এসএসসি পরিক্ষার্থী সৌরভ সাঁতার কেটে পুকুরের এ পাড় থেকে অন্য পাড়ে যাবার সময় মাঝ পুকুর পার হবার পর ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় এবং জেলেদের সহায়তায় জাল টেনে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari