রাজবাড়ী পাংশা উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে সৌরভ নামে এক এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল পৌনে ৩ টার দিকে ওই পরীক্ষার্থীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। নিহত সৌরভ পাংশা পৌর-শহরের সত্যজিৎপুর এলাকার আফজাল হোসেনের ছেলে।
সৌরভের সহপাঠি আতিকুর জানায়, সৌরভসহ কয়েক বন্ধু পরিক্ষা শেষ করে বাড়িতে না গিয়ে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের পুকুরে আসি। পরে সৌরভ গোসলে নেমে সাঁতার কেটে পুকুরের এ পাড় থেকে অন্য পাড়ে যাবার চেষ্টা করে। সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুর পার হবার পর ডুবে যেতে থাকে। এটা দেখে আমি দ্রুত পানিতে নেমে ওকে বাঁচাবার চেষ্টা করেও ব্যর্থ হই। ডুবে যায় সৌরভ। স্থানীয়রা সহ পুকুরে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে জেলে এবং স্থানীয়রা মাছ ধরা বেড় জাল টেনে সৌরভকে মৃত উদ্ধার করে। পরে পাংশা উপিজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
পাংশা মডেল থানার এসআই ওবায়দুর বলেন, সংবাদ পেয়ে আমরা গিয়েছি। বন্ধুদের সাথে পুকুরে নেমে সাঁতার কেটে অপর পাশে যেতে গিয়ে সৌরভ ডুবে যায়। পরে স্থানীয় এবং জেলেদের সহায়তায় জাল টেনে তাকে উদ্ধার করা হয়।
এদিকে কয়েকটি সূত্রে থেকে জানা যায়, নিহত সৌরভ বন্ধুদের সাথে বাজি ধরে সাঁতার কেটে উপজেলা পরিষদের ওই পুকুর পার হতে গিয়েই পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari