শরবতের সাথে কীটনাশক মিশিয়ে খাওয়ানোয় সজিব মজুমদার সুমন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় নিহতের বাবা ইলিয়াস মজুমদার বাদী হয়ে বুধবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের বাসিন্দা। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের শাহ আলম মুন্সীর ছেলে বাচ্চু মুন্সীকে। নিহত সুমনের চলতি বছর কোলা সদরউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
মামলায় বাদী অভিযোগ করেন, গত ৯ এপ্রিল সন্ধ্যায় বাচ্চু তার ছেলে সুমন ও ভাগ্নে রাশেদকে শরবত পান করায়। এরপর দুজনেই গুরুত্ব অসুস্থ হয়ে পড়লে তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে সুমনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত ২৫ এপ্রিল সুমন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ভাগ্নে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। পরে জানতে পারেন বাচ্চু শরবতের সাথে কীটনাশক মিশিয়ে তাদের দুজনকে খাইয়েছিল।
বসন্তপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন সরদার জানান, তিনি বিষয়টি শুনেছেন। ভুক্তভোগীরা তার কাছে এসেছিল।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদৎ হোসেন জানান, সুমন মারা যাওয়ার পর তার লাশ ময়নাতদন্ত করা হয়েছে। বুধবার মামলা দায়েরের পর আসামি বাচ্চুকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari