রাজবাড়ীর গোয়ালন্দ পৌর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ঐতিহ্যবাহী ফকীর পরিবারের বয়োজ্যেষ্ঠ, সাবেক সেনা সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফকীর জালাল উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) এর নির্বাহী পরিচালক ও দৈনিক আমাদের পত্রিকার প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদেরের বড় ভাই। তিনি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। সেইসাথে তিনি গোয়ালন্দ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার জানাজার নামাজ ২০ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাবে অনুষ্ঠিত হয়। এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার ফকীর আব্দুল মান্নান, কেকেএস এর সহকারি নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন প্রমুখ।
ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে জানাজার নামাজ পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষ হতে পুষ্পমাল্য প্রদান শেষে গোয়ালন্দ কেন্দ্রীয় কবর স্থানে তাকে সমাহিত করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari