সদ্য বিদায় নেয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বৃহস্পতিবার নতুন করে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মাত্র ১০ দিনের ব্যবধানে ফিরে গেছেন তার প্রিয় কর্মস্থলে।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার তার কর্মস্থল রাজবাড়ী জেলা পরিষদ কার্যালয়ে সহকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এক আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মানিকহার রহমান সহ পরিষদের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ ই এপ্রিল ৬১ টি জেলা পরিষদের মেয়াদকাল শেষ হওয়ায় সরকার পরিষদের প্রধান নির্বাহীকে দায়িত্ব প্রদানের মাধ্যমে চেয়ারম্যানদের পদ শূন্য করেন। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন পরিষদ গঠন না হওয়া পর্যন্ত নতুন নিযোগপ্রাপ্ত প্রশাসকগণ দায়িত্ব পালন করবেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari