পাংশার সরিষা ইউনিয়নের প্রেমটিয়ায় মঙ্গলবার খুন হওয়া আশালতা দাসের খুনী বিশ্বজিতকে গ্রেফতার, হত্যাকান্ডে ব্যবহৃত হাতুরী ও লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
অতি দ্রুততম সময়ের মধ্যে হত্যা কারন উদঘাটন, হত্যায় ব্যবহৃত সরঞ্জাম সহ হত্যাকারি বিশ্বজিত কুমারকে গ্রেফতার এবং লুন্ঠিত হওয়া সরঞ্জাম উদ্ধার করেন ওসি স্বপন কুমারের নেতৃত্তে পাংশা থানা পুলিশ। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি হাতুরী, টানা চেইন সহ এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি ও স্বর্ণের বালার ৯ টি খন্ডিত অংশ। এ হত্যাকান্ডর ঘটনায় নিহতের জামাতা স্বপন কুমার বিশ্বাস বাদি হয়ে ১৩ ফেব্রুয়ারী পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামী বিশ্বজিতকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari