“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার এসআই আসাদুজ্জামান রিপন, এসআই সাদেকুজ্জামান, এএসআই মিরান। আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. রেহেনা খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় এসআই রিপন বলেন - মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কোন ব্যাক্তিকে মাদক সেবন ও তার কাছে মাদক পেলে ছাড় দেওয়া হবে না। বাল্য-বিবাহ সম্পর্কে তিনি সবাইকে অবহিত করে বলেন আপনাদের সন্তান (মেয়ে) কে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিবাহে আবদ্ধ করবেন না।
এএসআই মিরান বলেন- জনসাধারণ যদি পুলিশ প্রশাসনকে সহায়তা করে তাহলে বর্তমান সময়ের থেকেও অনেক বেশি সহনশীল হয়ে আসবে পাংশার বাহাদুরপুর ইউনিয়নের সকল পরিবেশ।
এ বৈঠকে সভাপতিত্ব করেন ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেলে চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ডের মেম্বার জামরুল ইসলাম।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari