পাংশা পৌর শহরের নারায়নপুর এলাকা থেকে শনিবার ৫২ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নারায়নপুর (নিকেরীপাড়া) এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে জয়নাল মন্ডল (৪০) ও নারায়নপুর (বৈরাগীপাড়া) এলাকার অজিত দাসের ছেলে চন্দন কুমার দাস (৩৭)।
পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, এএসআই সুমন চন্দ্র দাস সহ সঙ্গীয় পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার পাংশা পৌর শহরের নারায়নপুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার গ্রামীন টাওয়ারের পাশ থেকে ৫২ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী জয়নাল ও চন্দনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আসামী জয়নালের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা আছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari