পাংশার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টার একটি বাঁশ বাগান থেকে শুক্রবার রোজিনা আক্তার (৩২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোজিনা ওই গ্রামের দুবাই প্রবাসী লিটন শেখ এর স্ত্রী। রোজিনাকে রেখে লিটন আরও একটি বিয়ে করেছে বলে জানা যায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, রোজিনা বেশ কিছুদিন যাবত বাবার বাড়িতে অবস্থান করছিলো। স্বামীর কথামত বাবার বাড়ি থেকে বৃহস্পতিবার শশুর বাড়িতে আসে। গত রাতে স্বামী লিটন ফোন দিলে নেটওয়ার্ক কম থাকায় কথা বলতে ঘরের বাইরে আসে। এরপর থেকে সে নিখোজ হয়। রাতে লিটনের পরিবার পুত্রবধূকে খুজে না পাওয়ায় তার শ^শুর বাড়িতে খবর পাঠানো হয়। পরে দুই পরিবার এবং প্রতিবেশিরা মিলে খোজাখুজি করেও বিফল হন।
এদিকে এলাকাবাসীরা বলেন, স্থানীয়দের সহায়তায় দুই পরিবারের লোকজন রাতে অনেক খোজাখুজি করেও তাকে পায়নি। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশ বাগানে ভিতর একটা নিচু জায়গায় রোজিনাকে উলঙ্গ অবস্থায় পরে থাকতে দেখে খবর দেয় এক প্রতিবেশি।
নিহতের চাচি আলেয়া বলেন, স্বামীর ঘরে ও কোন দিন সুখ পায়নি। প্রায় প্রায়ই ওকে মারতো, মেরে মাথা ফাটিয়ে দিতো।
পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন মজুমদার বলেন, সংবাদ পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। এর বেশি কিছু আর এখন বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। ঘটনা সম্পর্কে পরে আপনাদেরকে সব জানতে পারবো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari