রাজবাড়ীর গোয়ালন্দে হতদরিদ্র এক নারী শ্রমিকের খোয়া যাওয়া ১৬ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে থানা পুলিশ। এতে করে ওই শ্রমিকের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। মঙ্গলবার সন্ধ্যার পর গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ তার কার্যালয় হতে ওই নারীর হাতে তার টাকাগুলো তুলে দেন। এ সময় দৌলতদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন ও ভুক্তভোগী কনা বেগমের পরিবারের সদস্যরা উপস্হিত ছিলেন।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজী পাড়ার নারী শ্রমিক কনা বেগম। সরকারের সদ্য সমাপ্ত অতি দরিদ্রদের কর্ম সংস্থান কর্মসূচির অধীনে হওয়া ৪০ দিনের কাজে তিনি অংশ নেন। কয়েকদিন আগে এই কর্মসূচির শ্রমিকদের দেয়া নিজ নিজ নগদ হিসাব নাম্বারে টাকা পাঠানো হয়। অন্যান্যরা টাকা পেলেও কনা বেগমের নাম্বারে সমস্যা থাকায় তা অন্যত্র চলে যায়। এ বিষয়ে তিনি নানাভাবে চেষ্টার পর থানায় অভিযোগ দেন।
পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, কনা বেগমের নগদ মোবাইল নাম্বারটি রেজিষ্টেশন করা ছিল না। ফলে তার নাম্বারে টাকা দেয়া হলেও তিনি তা তুলতে পারছিলেন না। আমি গ্রামীন ফোন কতৃপক্ষের সাথে আলোচনা করে তার নাম্বারটি রেজিষ্টেশন করার ব্যবস্থা করি। পরে টাকাগুলো উত্তোলন করে তার হাতে তুলে দেই।
কনা বেগম জানান, তিনি টাকাগুলো তুলতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন। পরে পুলিশের সহায়তায় টাকাগুলো তুলতে পারি। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি খুব খুশি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল বলেন, প্রকল্পের এ বিষয়গুলো ইউনিয়ন পর্যায় হতে যাচাই-বাছাই করে দেয়া হয়। তাদের যাচাইয়ে ত্রুটির কারণে এ ধরনের সমস্যার সৃস্টি হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরো সচেতনভাবে কাজ করা দরকার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari