ঈদ উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২১ পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর ও জমি পেয়েছ। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন।
সহকারী কমিশনার (ভূমি) মো: ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রানী সাহা, কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাচান, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার,উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari