ঈদের উপহার হিসেবে শাড়ী, খাবার পাওয়া যায়। কিন্তু জমিসহ বাড়ি পাওয়া যায় এটা তাদের বাপ দাদার মুখ থেকে কোন দিন কানে শুনেনি চোখে দেখা তো দুরের কথা। এমনটি পাওয়া গেল শেখের বেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে কথাগুলো বলছিল উপকারভোগীরা সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় তৃতীয় ধাপে মুজিববর্ষে প্রধান মন্ত্রীর ঈদ উপহারের ৪০ টি ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ঘরের বরাদ্দের পরিমাণ২ রক্ষ ৬০ হাজার টাকা। উপজেলার জামালপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে সরকারি জমির উপর ১২টি, সাঙ্গুড়া গ্রামে ৬টি সহ ৭টি ইউনিয়নে ৪০ টি ঘর পাবে হত দরিদ্র ভূমিহীন পরিবার গুলো।
ন্স সারা দেশে একযোগে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।। উক্ত সময়ে বালিয়াকান্দি উপজেলা মিলায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায় , উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ , থানা অফিসার ইনচার্জ মোঃ তারিকুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নান মাষ্টার, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এ এ এম আব্দুল মতিন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকতর্তা নাসরিন সুলতানা, জামালপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু, বালিয়াকান্দি সদর চেয়ারম্যান আলমগীর বিশ্বাস ,নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, নারুয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আহম্মদ আলী মাষ্ঠার প্রমুখ। চাবী হস্তান্তর শেষে বঙ্গবন্ধুর পথিকৃতিতে সকলেই শ্রদ্ধা জানায়।