বহু দিন তুমি নেই
ইউসুফ বাশার আকাশ
বহু দিন তুমি নেই
আমার অস্তিত্ব জুড়ে হাহাকার
মেঘ বাদলের উড়ন্ত পাখার সাম্পানে চড়ে
সেই যে চলে গেলে
বিধস্ত এই শহরে মুখ থুবড়ে পড়ে আছি
একটি বার খবর নাওনি।
পরাণকাটা হাহাকারে
শায়খ বেঁধা পাখির মতো তোমার প্রত্যাশায়
তোমার পথপানে চেয়ে থাকি তুমি আসো না।
তুমি আসো না তাই রাতের তারারা কাঁদে
তুমি আসো না তাই ফুলকলি বসন্ত গোণে
তুমি আসো না তাই উঠনের কুয়াশারা
অনাদি জমে থাকে।
তোমার হৃদয়ের অতলে অন্তরীন হৃদয় আমার
তুমিহীন বিজন বাস পুরো ঘর শুন্যতায় খাঁ-খাঁ করে।
আরশোলা আর লাল পিপিলিকার যন্ত্রণায়
ভরা-ভাদুড়ে যৌবন আমার
সারাক্ষণ তোমার অভিশাপ করে।
তুমি কী জান? কতো শিকারী শিকারের জন্য
খেপলা জাল নিয়ে টলটলে জলে
বাসনা সবার প্রাণপন।
এবার ফিরে আসো মধুকর আমার
মহুয়া বনে আমার বাউড়ি বাতাস লেগেছে।
সময়ের ষোলকলা পূরণে
অস্তিত্ব জুড়ে আমার দংশন করো।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari